logo
আপডেট : 23 March, 2018 00:50
তুষার ঝড়ে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
মেইল রিপোর্ট

তুষার ঝড়ে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

স্থানীয় সময় বুধবার এ জরুরি অবস্থা জারি করা হয়। বৈরী আবহাওয়ার কারণে এ অঞ্চলের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া  স্কুল ও ফেডারেল অফিস বন্ধ রাখা হয়েছে।

শীতকালীন ঝড় টোবির ফলে নিউইয়র্কে সাত ইঞ্চি উচ্চতার তুষারপাত হয়েছে।

১৯১৫ সালের এপ্রিল মাসে নিউইয়র্কে ১০ ইঞ্চি উচ্চতার তুষারপাত হয়। ওই সময় জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটে প্রতি ঘণ্টায় ৪০ মাইল বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়। এছাড়া ঝড়ে এসব এলাকায় গাছপালা উপড়ে পড়তে ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়।

প্রচণ্ড তুষার ঝড়ের আশঙ্কায় নিউইয়র্কের স্টেট গভর্নর পুরো নগরীতে জরুরি অবস্থা জারি করেন। এ বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৪শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

নিউইয়র্কে মেয়র বিল ডি ব্লাসিও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মীদের বাড়িতে থাকতে অনুমতি দেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।