logo
আপডেট : 23 March, 2018 01:02
ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ
মেইল রিপোর্ট

ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডাওড

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডাওড পদত্যাগ করেছেন। 

সিএনএনকে পাঠানো এক বিবৃতিতে ডাওড বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তাকে শুভকামনা জানাই।’

হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের বিপক্ষে অনেকদিন ধরেই তীর্যক মন্তব্য করে আসছিলেন ট্রাম্প। বিবৃতিতে ডাওড বলেন, ‘এই তদন্ত শেষ হওয়া উচিত। আর এটা প্রেসিডেন্টের নয় আমার নিজস্ব বক্তব্য।’

ডাওডের পদত্যাগ নিয়ে প্রেসিডেন্টের কাউন্সিল জে সেকুলো বলেন, ‘জন ডাওড আমাদের বন্ধু ও আইনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা প্রেসিডেন্টের হয়ে লড়াই চালিয়ে যাবো।

রুশ সংযোগ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ কাউন্সিল রর্বাট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প মুখোমুখি হবেন কি না সেই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলো তার দল। এখন এই দলের নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি। তবে চলতি সপ্তাহে তার দলের জন্য ওয়াশিংটন অ্যাটর্নি জোসেফ ডিজেনোভাকে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। তিনি জনসমক্ষেই বলেছিলেন ট্রাম্পকে এফবিআই ও বিচারবিভাগের কর্মকর্তারা ‘ফাঁসিয়েছেন’।

সূত্র: সিএনএন