logo
আপডেট : 23 March, 2018 01:11
সারকোজিকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি
মেইল ডেস্ক

সারকোজিকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি’কে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেয়া হয়েছে। তিনি দুই দিন পুলিশি হেফাজতে ছিলেন। 

২০০৭ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছে অর্থ সহযোগীতা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

প্রেসিডেন্টকে পুলিশি হেফাজতে নেয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, ২০০৭ সালের নির্বাচনে তার জয়ের পিছনে গাদ্দাফির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নির্বাচনী প্রচারণার জন্য প্রায় ৫ কোটি পাউন্ড অর্থ সহযোগীতা পেয়েছিলেন গাদ্দাফির কাছে, যা সম্পূর্ণরূপে অবৈধ ছিল।

কিন্তু বিষয়টি সরাসরি নাকোচ করেছেন সারকোজি। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোন প্রামাণ নেই। সারকোজির সাবেক এক মন্ত্রী এবং তার বিশেষ বন্ধু ব্রাইস হরটেফিয়াক্স’কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে দেশটির একটি সংবাদ মাধ্যমে জানানো হয়।

সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ বর্তমানে বিচার বিভাগের তদন্তে আছে বলে জানানো হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির দুর্নীতিদমন কর্তৃপক্ষ সারকোজির বিরুদ্ধে আনিত অভিযোগের উপর বিশেষভাবে তদন্ত করেছে।

উল্লেখ্য, ২০০৭-২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দ্বায়িত্বে ছিলেন সারকোজি। এরপর ২০১২ সালের নির্বাচনে তিনি ফ্রান্সোয়া ওল্যান্ডের কাছে পরাজিত হন।


সূত্র বিবিসি, সিএনএন