logo
আপডেট : 23 March, 2018 23:48
বাংলাদেশে গণতন্ত্রের মানদণ্ড মানা হচ্ছে না: জার্মান গবেষণা প্রতিষ্ঠান
মেইল রিপোর্ট

বাংলাদেশে গণতন্ত্রের মানদণ্ড মানা হচ্ছে না: জার্মান গবেষণা প্রতিষ্ঠান

বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না। এখানে অনেক বছর ধরেই গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হচ্ছে। আর এটা ঘটেছে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে।

শুক্রবার জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুংয়ে প্রকাশিত একটি রিপোর্টে এসব কথা বলা হয়েছে।

রিপোর্টে বাংলাদেশের পাশাপাশি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডার কথা। একই পথে আছে হন্ডুরাস, হাঙ্গেরি, মলদোভা, নাইজার, ফিলিপাইন ও তুরস্ক।

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১২৯টি দেশের গণতন্ত্রের অবস্থার ওপর চালানো সমীক্ষার পর এই রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

১২৯টি দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে তৈরি করা সূচকে বাংলাদেশের অবস্থান ৮০ নম্বরে। একই অবস্থানে আছে রাশিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের (৯৮) অবস্থান বাংলাদেশের নিচে। মিয়ানমারের অবস্থান ১০৪ নম্বরে। অন্যদিকে ভারত আছে বেশ ওপরের দিকে ২৪ নম্বরে। আর শ্রীলঙ্কার অবস্থান ৪১ নম্বরে।

রিপোর্টে ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশ এখন স্বৈরশাসনের অধীন এবং ৭১টি দেশকে গণতান্ত্রিক বলে উল্লেখ করা হয়েছে।

তবে কিছু কিছু দেশে গণতান্ত্রিক অগ্রগতির প্রশংসা করা হয়েছে রিপোর্টটিতে। এসব দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মরিশাস ও উরুগুয়ে।