রাশিয়া পরোক্ষ সহায়তাসহ আফগানিস্তানে তালেবানদের কাছে সরাসরি অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের মার্কিন বাহিনীগুলোর প্রধান জেন নিকোলনস।
সংবাদ সংস্থা বিবিসি’কে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।
নিকোলসন বলেন, আফগানিস্তানে গোপনে কার্যসিদ্ধি করে চলেছে রাশিয়া। তাজিকিস্তান সীমান্ত দিয়ে তালেবানদের কাছে অস্ত্র পাঠাচ্ছে তারা। তবে, রাশিয়ার এই সরাসরি সম্পৃক্ততা খুব বেশি পুরোনো নয়। বড়জোর ১৮-২৪ মাস ধরে এমনটা চলছে।
তিনি বলেন, তালেবানদের লেখা কয়েকটি গল্প মিডিয়ায় প্রচারিত হয়েছে, যেখানে শত্রুপক্ষের দ্বারা অর্থায়নের বিষয়টির উল্লেখ রয়েছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত যে এখানে রাশিয়ার সরাসরি অংশগ্রহণ রয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সময়ই এধরণের অভিযোগ করা হলেও তা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। তবে, নতুন করে এ অভিযোগটি এমন এক সময় করা হলো যখন সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলার অভিযোগের জেরে রাশিয়ার সাথে পশ্চিমা ব্লকের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। আবার একইসাথে এটি এমনই এক উত্তেজনাপূর্ণ সময় যখন মার্কিন বিশেষ তদন্ত কমিটির পক্ষ থেকে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা-বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।
সূত্র: বিবিসি