logo
আপডেট : 27 March, 2018 00:45
ভুয়া খবর প্রচার করলে ১০ বছরের কারাদণ্ড
মেইল রিপোর্ট

ভুয়া খবর প্রচার করলে ১০ বছরের কারাদণ্ড

ভুয়া খবর ছড়ানোর অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১৩০,০০০ ডলার পর্যন্ত জরিমানার আইন করেছে মালয়েশিয়া।

সোমবার মালয়েশিয়ার সংসদের আইনটি উত্থাপন করা হয়েছে।

আইনে বলা হয়েছে, পত্র পত্রিকায় ছাপা বা রেডিও-টিভি অনলাইনে প্রচারিত খবর বা তথ্য যদি আংশিকও ভুল হয় তাহলে তাকে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হবে।মালয়েশিয়া বা মালয়েশিয়ার কোনো নাগরিক সম্পর্কিত কোনো খবর বিদেশে প্রচারিত হলেও সেটি আইনের আওতায় আসবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় আগস্টে সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে। সরকার বিরোধীরা বলছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক নির্বাচনের আগে তার বিরুদ্ধে সমস্ত সমালোচনার কণ্ঠ রুদ্ধ করতে এই আইন আনছেন।