কেমারোভোর শপিংমল পরিদর্শনে গিয়ে নাশকতার আশংকার কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার সাথে সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে সোমবার তিনি মন্তব্য করেন।
দুর্ঘনার সময় শপিংমলটির এলার্ম বন্ধ ছিল এবং বহির্গমন দরজাগুলোও বন্ধ ছিল বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।
রোববারের অগ্নিকান্ডটির প্রতিক্রিয়া জানাতে প্রায় ৩০০মানুষ প্রদেশটির স্থানীয় সরকার বিভাগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্থানীয় কর্মকর্তাদের অপসারণের দাবি জানায় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারভ্যাক্স সংবাদ সংস্থা।
অগ্নিকান্ডের ঘটনার কোনও কারণ এখনো পরিষ্কার হওয়া যায়নি তবে তদন্ত কর্মকর্তারা উইন্টার চেরি শপিংমলটির হামলাকে ভয়ানক সহিংসতা হিসেবে দেখছেন বলে তারা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, রোববার রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের কেমারোভোর উইন্টার চেরি শপিংমলে ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৬৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের অধিকাংশই ছিল শিশু ও আরো অন্তত ১শ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটির কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত সংস্থাগুলো কাজ শুরু করেছে।