ডিজনি চ্যানেলের সাবেক অভিনেত্রী ক্যারোলিন সানসাইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস অফিসে যোগ দিচ্ছেন। হোয়াইট হাউজে তিনি যোগ দিচ্ছেন একজন প্রেস সহকারী হিসেবে।
মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স সিএনএনকে বলেছেন, সানসাইন সেখান থেকেই তার ইন্টার্নশিপ শেষ করেছেন। তবে ট্রাম্প প্রশাসনে তিনিই প্রথম টেলিভিশন ব্যক্তিত্ব নন। এর আগে ট্রাম্পের রিয়ালিটি শো দি এপ্রেনটিসশিপে কাজ করা ওমারোসা ম্যানিগল্ট নিউম্যানও ট্রাম্প প্রশাসনে পাবলিক লিঁয়াজো অফিসে কাজ করেছেন। তিনি গত বছরই ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিয়েছেন।
এ মাসের প্রথম দিকে টেলিভিশন ভাষ্যকার লরেন্স কুদলো ট্রাম্পের উর্ধ্বতন অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এই অভিনেত্রী ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক কিশোরী নাচের শিল্পীর চরিত্রে ‘শেক ইট আপ’ নামের ধারাবাহিকটিতে কাজ করেছেন।