logo
আপডেট : 29 March, 2018 01:28
ফেসবুকের বিরুদ্ধে তিন ব্যবহারকারীর মামলা
মেইল রিপোর্ট

ফেসবুকের বিরুদ্ধে তিন ব্যবহারকারীর মামলা

এবার মেসেঞ্জার ফোন রেকর্ড ও বার্তার গোপনীয়তা ভঙ্গ করে তথ্য সংগ্রহ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন ৩ জন ব্যবহারকারী। 

মঙ্গলবার এই অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলা দায়ের করেন তারা।

আদালতের একজন মূখপাত্র জানান, মেসেঞ্জারের ব্যক্তিগত ফোনালাপ ও ম্যাসেজের গোপনীয়তা ভঙ্গ করে ব্যবহারকারীদের মূল্যবান তথ্য সংগ্রহ করেছে ফেসবুক। এ নিয়ে ক্রুদ্ধ ফেসবুক ব্যবহারকারীরা।

অপরদিকে ফেসবুক কর্র্র্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে রোববার ফেসবুক কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে জানায়, ফেসবুক কারো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নি। ফেসবুক তাদের গোপনীয় তথ্যগুলোকে সুরক্ষিত রেখেছে।

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক জানায়, ৫ কোটি ব্যবহারকারীর তথ্য কিভাবে পাচার হলো সে বিষয়ে কংগ্রেসের সামনে নিজের ব্যাখ্যা তুলে ধরবেন তিনি।