logo
আপডেট : 30 March, 2018 01:40
এবার আমেরিকার ৬০ কূটনীতিক বরখাস্ত করল রাশিয়া
মেইল ডেস্ক

এবার আমেরিকার ৬০ কূটনীতিক বরখাস্ত করল রাশিয়া

প্রতীকী ছবি।

আমেরিকার ৬০ জন কূটনীতিকিদের বরখাস্ত করেছে রাশিয়া। চলতি সপ্তাহে আমেরিকায় রাশিয়ার ৬০ জন কূটনীতিক বরখাস্ত হওয়ার বিপরীতে রাশিয়া বৃহস্পতিবার এই ঘটনা ঘটালো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্হেই লাভরোভ জানান, আমেরিকা যা করেছে আমরাও তাই করলাম। আমেরিকার রাষ্ট্রদূত জন হান্টসম্যানকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

গত সোমবার আমেরিকা সরকার ৬০ জন রাশিয়ান কূটনীতিককে বরখাস্ত করেন। এরপর পৃথিবীর বিভিন্ন দেশ থেকেআরও ১০০ জন রাশিয়ান কূটনীতিক বরখাস্ত হন।

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার কূটনীতিকিদের বরখাস্ত করার পরদিনই (২৭ মার্চ) ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় রাশিয়া। যার চূড়ান্ত সিদ্ধান্ত হলো এবার।