logo
আপডেট : 30 March, 2018 01:47
ফেসবুকের বাজারমূল্য কমেছে ৮০ বিলিয়ন ডলার
মেইল ডেস্ক

ফেসবুকের বাজারমূল্য কমেছে ৮০ বিলিয়ন ডলার

তথ্য ফাঁস কেলেঙ্কারিতে জড়িয়ে সংকটময় সময় পাড়ি দিচ্ছে ফেসবুক। স্টক এক্সচেঞ্জে ১৮ শতাংশ মূল্যহ্রাস হয়েছে পৃথিবীর সবথেকে জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটির শেয়ারের। 

শেয়ার বাজার বিশ্লেষকদের হিসাব অনুযায়ী ফেসবুকের বাজারদর কমেছে প্রায় ৮০ বিলিয়ন ডলার।

ক্যামব্রিজ এনালিটিকা নামের একটি আইটি প্রতিষ্ঠানের তৈরী একটি এপের মাধ্যমে ফেসবুক থেকে ব্যবহারকারীদের তথ্য নিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ব্যবহার করার ঘটনা ফাঁস হলে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পরে সামাজিক গণমাধ্যমটি। 

এরই জের ধরে হ্যাশট্যাগে ফেসবুক ডিলিট নামের প্রচারণাও চালাচ্ছে বিক্ষুদ্ধ ব্যবহারকারীরা।

ইতোমধ্যেই বিখ্যাত অনেক প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে। এর মধ্যে রয়েছে মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেস-এক্স, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এবং বিখ্যাত মার্কিন লাইফস্টাইল ম্যাগাজিন প্লেবয়।

চাপের মুখে থাকা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইতোমধ্যে ব্রিটিশ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে। তবে ফেসবুকের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা জাকারবার্গের মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেবার পরেই বোঝা যাবে। 


সূত্র: এনপিআর