logo
আপডেট : 1 April, 2018 00:44
২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
মেইল ডেস্ক

২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

গোয়েন্দা হত্যাচেষ্টা সংক্রান্ত টানাপোড়েনে আরো ২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়া এসব কূটনীতিক বহিষ্কারকে পশ্চিমাদের আচরণের জবাব বলে অভিহিত করছে।

এর আগে শুক্রবার রাশিয়া যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করে এবং একই সাথে সেইন্ট পিটার্সবার্গের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা করে। রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে সেইন্ট পিটার্সবার্গে কনস্যুলেট বন্ধের কার্যক্রম চলছে।

এসময় কনস্যুলেটের সরঞ্জাম সরানোর জন্য একটি ট্রাককে বারবার যাতায়াত করতেও দেখা গেছে।

যে সকল দেশের কূটনীতিককে বহিষ্কার করা হবে রাশিয়া তাদের জেষ্ঠ্য কর্মকর্তাদের সমন পাঠিয়ে, কি পরিমান কূটনীতিককে বহিষ্কার করা হবে তা জানিয়ে দিয়েছে ।

রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে যুক্তরাজ্যকে রাশিয়ায় তাদের কূটনীতিক উপস্থিতি কমিয়ে আনতে হবে। ব্রিটেনে কর্মরত রাশিয়ান কূটনীতিবীদদের সমপরিমাণ ব্রিটিশ কূটনীতিকই শুধু রাশিয়ায় থাকতে পারবেন। এর বেশী নয়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রনালয় এর এক মূখপাত্র বলেছেন কূটনীতিক বহিষ্কার করে রাশিয়া একটি অনুশোচনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। 

দক্ষিণ ইংল্যান্ডে ঘটা এই বিষপ্রয়োগের ঘটনা পশ্চিমের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে। তবে রাশিয়া শুরু থেকেই সাবেক রাশিয়ান গুপ্তচর সার্গেই স্ক্রিপাল আর তার কণ্যা ইউলিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা এটিকে রাশিয়াকে হেয় করতে পশ্চিমাদের ষড়যন্ত্র বলে অভিহিত করছে।