logo
আপডেট : 1 April, 2018 00:46
বতসোয়ার প্রেসিডেন্ট আয়ান খামার পদত্যাগ
মেইল ডেস্ক

বতসোয়ার প্রেসিডেন্ট আয়ান খামার পদত্যাগ

বতসোয়ার প্রেসিডেন্ট আয়ান খামা

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় দেশ বতসোয়ার প্রেসিডেন্ট আয়ান খামা শনিবার পদত্যাগ করেছেন। 

তিনি একজন অবসর পাওয়া সেনা জেনারেল। হীরা সমৃদ্ধ এই দেশটি এক দশক শাসন করার পর তিনি তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে যান।

এই দেশটি ছিল ব্রিটিশদের কলোনি। ১৯৬৬ সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মোকাগউইটসি মাসিসি ছিলেন তৃতীয় ব্যক্তি যিনি খামা রাজনৈতিক দলের বাইরে দেশটি শাসন করেছেন এবং তার রাজনীতির উপর প্রভাব বিস্তার করেছিলেন।

মাসিসির বর্তমান বয়স ৫৫। আফ্রিকান গণতন্ত্রের বাতিঘর হিসেবে তিনি কয়েক দশকই উজ্জীবিত ছিলেন। তখন দেশটির অর্থনীতিও ছিল রমরমা। হীরার উপর নির্ভরশীলতা বাদ দিয়েই তিনি অনেক কাজ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক নাডুলামু এ্যান্থনি মরিমা বলেছেন, ‘অর্থনৈতিকভাবে তিনি কতোটা এগিয়ে নিতে পারবেন তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে তিনি যদি তার মন্ত্রীদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন তাহলে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন।’

মাসিসি একজন প্রশিক্ষিত শিক্ষক। তিনি ২০০৩ সাল পর্যন্ত আট বছর জাতিসংঘের শিক্ষা প্রকল্প চিলড্রেন্স ফান্ডের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। 

তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাবলিক এ্যাফেয়ার্সের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি খামা প্রশাসনে শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।