logo
আপডেট : 3 April, 2018 02:19
নির্বাচন পর্যবেক্ষণে ১২০ সংস্থা প্রাথমিকভাবে মনোনীত
ঢাকা অফিস

নির্বাচন পর্যবেক্ষণে ১২০ সংস্থা প্রাথমিকভাবে মনোনীত

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য ১২০টি বেসরকারি সংস্থাকে প্রাথমিকভাবে মনোনীত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এগুলোর মধ্যে ৩৫টি সংস্থা ঢাকাভিত্তিক এবং বাকি সংস্থাগুলো বিভিন্ন জেলাভিত্তিক।

সোমবার ইসির ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ইসিকে জানাতে হবে।

আরও বলা হয়, কোনো সংস্থার বিরুদ্ধে কারও কোনো দাবি বা আপত্তি বা অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে।

আপত্তির শুনানি শেষে তার গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এই বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, এই বছর পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে ১৯৯টি সংস্থা। প্রাথমিক বাছাই ৭৯টি সংস্থা বাদ পড়েছে।

চূড়ান্তভাবে মনোনীত পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে আগামী জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

ইসির ওয়েবসাইটে মনোনীত সংস্থাগুলোর নামের তালিকা দেয়া হয়েছে।