logo
আপডেট : 3 April, 2018 02:50
রিটেইল জায়ান্ট অ্যামাজনের সমালোচনায় ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক

রিটেইল জায়ান্ট অ্যামাজনের সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডাক সেবাকে ক্ষতিগ্রস্ত করছে এমন অভিযোগ এনে মার্কিন রিটেইল জায়ান্ট অ্যামাজনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় তিনি বলেন, অ্যামাজনের পণ্য সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পোস্ট অফিস প্রতি প্যাকেজে দেড় ডলার করে লোকসান গুণে।

এতে করে অ্যামাজনের সঙ্গে চুক্তির কারণে কয়েক হাজার ডলার লোকসান গুনছে যুক্তরাষ্ট্রের পোস্ট অফিস।

এজন্য পোস্ট অফিস কর্তৃপক্ষকে পার্সেল রেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অ্যামাজনের স্বত্বাধিকারী জেফ বেজসের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এই রিটেইল জায়ান্টের পক্ষে কাজ করে বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের এমন অভিযোগের পর কমে গেছে অ্যামাজনের শেয়ারের দর।