কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের জন্য হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে অস্ট্রিয়া।
বুধবার দেশটির সরকার এমন পরিকল্পনার কথা জানিয়েছে। শিক্ষামন্ত্রী হেইনজ ফাসমান বলেছেন, আগামী গ্রীষ্ফ্মের মধ্যে খসড়া আইনটি প্রস্তুত করা হবে।
উগ্র ডানপন্থি দল ফ্রিডম পার্টি থেকে নির্বাচিত হওয়া অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর হেইঞ্জ-ক্রিস্টিয়ান স্ট্রায়েচ গত সপ্তাহে হিজাব নিষিদ্ধের প্রস্তাব তুলেছিলেন। এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন মধ্য ডানপন্থি দল পিপলস পার্টি থেকে নির্বাচিত হওয়া চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ।
তবে মুসলিম কমিউনিটির মুখপাত্র কার্লা আমিনা বাঘাজতি এ পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিদ্যালয়গুলোতে অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করতে হবে।