logo
আপডেট : 6 April, 2018 02:31
মাহাথির মুহাম্মাদের দলকে নিষিদ্ধ করল দেশটির কর্তৃপক্ষ
মেইল রিপোর্ট

মাহাথির মুহাম্মাদের দলকে নিষিদ্ধ করল দেশটির কর্তৃপক্ষ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের (১৯৮১-২০০৩) প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘মালয়েশিয়ান জাতীয় পাটির্’কে নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিবন্ধনের যাবতীয় কাগজপত্র জমা না দেওয়ায় এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের চ্যানেল নিউ এশিয়া মাহাথির মুহাম্মাদের দলের এক নেতার সূত্রে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রেজিষ্ট্রার অব মালয়েশিয়ান সংস্থা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলের নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়েছে। এবং ঘোষণার সাথে বিষয়টি কার্যকর হয়ে গেছে।

তবে দলটি ৩০ দিনের মধ্যে আদালতের কাছে আপিল করার সুযোগ পাবে।

এদিকে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী আব্দুর রাজ্জাক নাজীব আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দিতে পারেন। এবং সাধারণ নির্বাচনের মনোনয়ন কাজ শুরু হবে।

নাজিব রাজ্জাক পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দিলে মাহাথির মুহাম্মাদের দল কিছুতেই নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারবে না।

উল্লেখ্য, আগামী আগস্ট মাসে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


সূত্র : আনাদোলু এজেন্সী