logo
আপডেট : 6 April, 2018 20:03
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর কারাদণ্ড
মেইল ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

৬ এপ্রিল (শুক্রবার) দক্ষিণ কোরিয়ার আদালত এ রায় দেন। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বলপ্রয়োগের অভিযোগে পার্ক গিউন-হাইয়ের এ দণ্ড দেন আদালত।

ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, ঘুষ এবং দুর্নীতির অভিযোগ আনা হয় এ সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। এরপর তার বিচার দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

টানা ১০ মাসেরও বেশি সময় শুনানি শেষে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি ফোজদারি অভিযোগ প্রমাণিত হয়েছে। এরমধ্যে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিও রয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক কিম সি উন বলেন, অভিযুক্ত ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।