logo
আপডেট : 7 April, 2018 23:21
সমালোচনার মুখে থাকা সুইডিশ অ্যাকাডেমির ৩ সদস্যের পদত্যাগ
মেইল ডেস্ক

সমালোচনার মুখে থাকা সুইডিশ অ্যাকাডেমির ৩ সদস্যের পদত্যাগ

বিভিন্ন কেলেঙ্কারির পর নীতিবিসর্জনের অভিযোগ তুলে শুক্রবার সুইডিশ অ্যাকাডেমির তিন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা তিন সদস্য হলেন, লেখক পিটার ইংল্যান্ড, ক্লাস ওয়েস্টরগ্রেন ও জেল এস্পমার্ক।

এর আগে অ্যাকাডেমির অন্য এক সদস্যকে বিয়ে করা এক ব্যক্তির যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত ও এ নিয়ে স্থায়ী সম্পাদকের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। খবর দ্য লোকাল ডট এসই'র।

প্রতিবছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

কয়েক নারী অভিযোগ করেন, অ্যাকাডেমির সঙ্গে সুসম্পর্ক আছে, এমন এক ব্যক্তির হাতে তারা যৌন নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

পদত্যাগ করা ওই তিন লেখক বলেছেন, এরপর থেকে তারা অ্যাকাডেমির আর কোন কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

গেল বছরের নভেম্বরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

তবে ওই ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

লেখক ইংল্যান্ড বলেন, অ্যাকাডেমি অভ্যন্তরীণ তদন্তের ফল প্রকাশ করেনি। যে কারণে সংস্থাটি ও তার স্থায়ী সম্পাদকের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

তিনি বলেন, যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না, পালন করা তো দূরের কথা। যে কারণে আমি অ্যাকাডেমির আর কোন কাজে অংশ নিচ্ছি না।