বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংস ড্যানিয়েল ভেট্টোরিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন।
আগামী দুই বছরের জন্য রাজশাহীর কোচের দায়িত্বপালন করবেন নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক।
বিপিএলের গত দুই আসরে রাজশাহী কিংসের কোচের দায়িত্বে ছিলেন সারওয়ার ইমরান। স্থানীয় এই কোচের অধীনে বাংলাদেশ দল অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে খেলতে নামে।
শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্বে রয়েছেন ভেট্টোরি। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন ভেট্টোরি। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্বপালন করছেন এই কিউই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের হয়ে ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩টি টেস্টে ৬ সেঞ্চুরিতে ৪৫৩১ রান পাশাপাশি ৩৬২ উইকেট, ২৯৫ ওয়ানডে ম্যাচে ২২৫৩ ও ৩০৩ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ উইকেট শিকার করেন ভেট্টোরি।