logo
আপডেট : 8 April, 2018 01:10
দিল্লিতে ৩৪৫ যাত্রী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ
মেইল ডেস্ক

দিল্লিতে ৩৪৫ যাত্রী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ

রাশিয়ার একটি উড়োজাহাজ ৩৪৫ জন যাত্রী নিয়ে আজ শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দরটির এক মুখপাত্র জানান, উড়োজাহাজটির সব যাত্রী নিরাপদে আছেন।

ভিয়েতনামের ফু কোওক থেকে ফ্লাইট আরএল-৭৭২ রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকেথেরিনবুর্গে যাচ্ছিল।

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইমার্জেন্সি প্রটোকলে উড়োজাহাজটি ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ১১ নম্বর রানওয়েতে অবতরণ করে। এ সময় রানওয়ের কাছাকাছি দমকলের আটটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল।