logo
আপডেট : 8 April, 2018 01:23
কানাডিয়ান ডাটা ফার্ম স্থগিত করলো ফেসবুক
মেইল রিপোর্ট

কানাডিয়ান ডাটা ফার্ম স্থগিত করলো ফেসবুক

ব্রেক্সিটে মুখ্য ভূমিকা পালন করা এআইকিউ নামক একটি কানাডিয়ান ডেটা ফার্মের সকল কার্যক্রম স্থগিত করল ফেসবুক।

শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এগ্রিগেট আই কিউ (এআইকিউ) নামক সেই কানাডিয়ান কোম্পানি অসৎভাবে ফেসবুক গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয় বলে জানায় ফেসবুক। তাদের সাথে ক্যামব্রিজ অ্যানালিটিকা যোগাযোগেরও প্রমাণ পেয়েছে ফেসবুক। ক্যামব্রিজ অ্যানালিটিকা এর আগে ফেসবুকের লাখ লাখ গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নেয়। ফেসবুক কর্তৃপক্ষের ধারণা যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার জন্যে যে ব্রেক্সিট ক্যাম্পেইন গঠন করেছিলো তার পেছনে এই ডাটা ফার্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্যাম্পেইনের সমর্থন পাওয়ার জন্য তারা ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিলো।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ব্রেক্সিট ক্যাম্পেইন চলার সময় তারা এআইকিউ কে ৩.৪ মিলয়ন ডলার দিয়েছিলো।

ক্যাম্পেইনে কাজ করা এক স্বচ্ছাসেবি জানান, ক্যাম্পেইনের অনেক টাকাই এআইকিউ এর কাছে পৌছান হয়েছিল।

কানাডিয়ান এই ডাটা ফার্মের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে ফেসবুকের এক কর্মকর্তারা জানান, এআইকিউ অসৎভাবে ফেসবুক গ্রাহকদের তথ্য নিয়েছে। তাদের সাথে ফেসবুকের ক্ষতি চায় এমন অনেক ডাটা ফার্মের যোগাযোগ রয়েছে। যতদিন তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত চলবে ততদিন পর্যন্ত ফেসবুকে তাদের সকল প্রকার কার্যক্রম স্থগিত থাকবে।