ফিলিস্তিনে ইসরায়েল আরো ৫ হাজার ৭০০ অবৈধ বসতি তৈরির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন (পিএলও)।
শনিবার এক বিবৃতিতে পিএলও এই তথ্য জানায়।
ফিলিস্তিনের দক্ষিণপশ্চিম বেথেলহামের ওয়াদি ফুকিন এলাকার কাছে এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হবে। যেখানে মোট ২০ হাজার নাগরিক বসবাস করতে পারবে।
এই প্রতিবেদনে দেখা যায়, জেরুজালেম এবং বেথেলহামের মধ্যবর্তীস্থানে ইসরায়েল ইতোমধ্যে ১ হাজার ৪৫০টি বসতি গড়ে তুলেছে। পরবর্তীতে, আরো ২ হাজার ৬৪৫টি বসতির অনুমোদন দেওয়া হবে।
পিএলও’র প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার পর থেকে ইসরায়েল অবৈধ বসতি নির্মাণ ও তার কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি করেছে। যদিও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে নিন্দার শিকার হয় ও ফিলিস্তিনে বিক্ষোভের জন্ম দেয়। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক দখলের পর থেকেই জেরুজালেম নিয়ে মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ রয়েছে।
আন্তর্জাতিক আইন মোতাবেক পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেম ইসরায়েলের ‘অবৈধ দখলকৃত এলাকা’ এবং ইসরায়েল এই অঞ্চলে অবৈধভাবে বসতি নির্মাণ করছে।