সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে এবং আসির প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ১১ এপ্রিল বুধবার হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে এ দাবি করা হয়।
সৌদি আরামকো কোম্পানি জাজানে একটি বড় তেল শোধনাগার পরিচালনা করে থাকে। বুধবার হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ চ্যানেলে বলা হয়, হুথিদের বিমান বাহিনীর পক্ষ থেকে জাজানে আরামকোর কাসেফ-ওয়ান বিমানে থেকে হামলা চালানো হয়েছে।
মিডল ইস্ট আই জানায়, কাসেফ-ওয়ান হলো একটি ড্রোন, গত বছর হুথিরা এটি উন্মোচন করেছিল।
মাসিরা চ্যানেল জানায়, একই মডেলের ড্রোন দিয়ে আসির প্রদেশের আভা বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুথিরা। তবে কোন সময়ে হামলাগুলো চালানো হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্রবাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী নানাভাবে চলমান সৌদি আগ্রাসনের জবাব দিচ্ছে।