logo
আপডেট : 14 April, 2018 02:13
আড়াই বিলিয়ন ডলারে স্পেন থেকে ৫ যুদ্ধ জাহাজ কিনছে সৌদি
মেইল রিপোর্ট

আড়াই বিলিয়ন ডলারে স্পেন থেকে ৫ যুদ্ধ জাহাজ কিনছে সৌদি

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মাদ্রিদ সফরের সময় স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া ডোলোরেস কসপেডালের সঙ্গে এক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

চুক্তি অনুযায়ী দক্ষিণ স্পেনের সান ফার্নেন্দো শিপইয়ার্ড থেকে ৫টি যুদ্ধজাহাজ তৈরির পর তা সৌদি আরবে সরবরাহ করা হবে। 

গত দুই বছরে স্পেন সৌদি আরবে ৯০১ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সরঞ্জাম রফতানি করেছে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও যুদ্ধের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দাবি করে আসছে তখন স্পেন সৌদির কাছে আড়াই বিলিয়ন ডলারে ৫ টি যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করল।

এছাড়া সৌদি আরবে স্পেনের অস্ত্র বিক্রি বৃদ্ধি এবং তা ইয়েমেন যুদ্ধে ব্যবহারের প্রেক্ষিতে নিরপেক্ষ একটি তদন্তের দাবি জানায় বেশ কয়েকটি এনজিও।