সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠানোর চিন্তা করছে রাশিয়া।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে আলোচনা করতে চায় রাশিয়া। সিরিয়ায় এই হামলা আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করেন পুতিন।
তিনি আরো বলেন, সিরিয়ায় হামলা চালিয়ে সেখানকার বিপর্যকর মানবিক পরিস্থিতির আরো অবনতি ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের আরো কষ্টের মধ্যে ফেলেছে।
এরআগে সিরিয়ার পূর্ব ঘৌতার দুমা শহরে রাসায়নিক হামলার চালানোর অভিযোগ এনে রাসায়নিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স ও ব্রিটেন। এসব স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলা ও উদ্দেশ্য সফল হয়েছে। টুইটারে ট্রাম্প বলেন, সিরিয়ায় আমাদের মিশন পূর্ণ হয়েছে। পেন্টাগনের দাবি, সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরীর সকল স্থাপনা ধ্বংস করা হয়েছে।
তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছোঁড়া ১০৩টি ক্রুজ মিসাইলের ৭১টিই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।