logo
আপডেট : 15 April, 2018 20:53
সুন্দরবনে কয়লাবাহী কার্গো ডুবি
ঢাকা অফিস

সুন্দরবনে কয়লাবাহী কার্গো ডুবি

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পশুর নদীর চ্যানেলে ১৪ এপ্রিল রাত ১০টায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে একটি কার্গো ডুবে গেছে।

কার্গোটিতে থাকা সাতজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়।

জানা গেছে, ঢাকাগামী এমভি বিলাস হরবারিয়া এলাকায় একটি ডুবো চরে আটকে যাওয়ার পর তা ধীরে ধীরে ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা (পূর্ব) মাহমুদুল হাসান  জানান, ঘটনার পরপরই একজন বন কর্মকর্তার নেতৃত্বে একটি দলকে সেই এলাকায় পাঠানো হয়েছে।

মংলা বন্দরের হারবার মাস্টার এম ওয়ালিউল্লাহ বলেন, কার্গোটি গতকাল মংলা বন্দরে মাদার ভেসেল থেকে ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে আসছিল।

চ্যানেলটিতে কয়লা ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

দুলাল এন্টারপ্রাইজের এই কার্গোটির মালিক দুলাল আহমেদ বলেন, গত রাত ১০টার সময় চালক ভুল করে কার্গোটিকে চরের দিকে চালিয়ে নিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।