logo
আপডেট : 16 April, 2018 00:31
আরব লীগের শীর্ষ সম্মেলন শুরু
মেইল রিপোর্ট

আরব লীগের শীর্ষ সম্মেলন শুরু

বিশ্বের ২২ টি আরব দেশ নিয়ে গঠিত আরব লীগের ২৯ তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সৌদি আরবের উত্তরাঞ্চল দাহরানে শুরু হয়েছে এই সম্মেলন। 

৬টি দেশের সরকার প্রধান সম্মেলনে উপস্থিত  হননি। তবে তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। এ তালিকার প্রথমে রয়েছেন কাতার আমির শেখ তামিম। দ্বিতীয়তে রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১১ সালে সংঘাত শুরুর পর থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এছাড়া আরব আমিরাতের আমির শেখ মুহাম্মাদ বিন যায়েদ. উমানের আমির কাবুস বিন সাইদ, মরক্কোর আমির, আলজেরিয়ার প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বুতলেফিকা।

সম্মেলনের আলোচনার তালিকার শীর্ষে ৭ টি সংঘাতপূর্ণ ইস্যু। প্রথমে রয়েছে সিরিয়া ও ইরান। সিরিয়ায় বাশার সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার এবং মধ্যপ্রাচ্যে ইরানের অস্থিতিশীলতা তৈরীর অভিযোগ। 

এছাড়া আলোচনায় স্থান পাবে ইয়েমেন ইস্যু। ফিলিস্তিন সঙ্কট। সন্ত্রাসবাদ দমন ইত্যাদি।

তবে আলোচনার তালিকায় কাতার সঙ্কট থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে দিয়েছে সৌদি আরব।