হাঙ্গেরীতে সম্প্রতি অনুষ্ঠিত বিতর্কিত সাধারন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পুননির্বাচিত হওয়ার ঘটনায় ১০ সহস্রাধিক লোক দেশটির রাজধানী বুদাপেস্টে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ পালন করেছে।
বিক্ষোভকারীরা বিক্ষোভ পালনের সময় ‘আমরাই সংখ্যাগরিষ্ঠ’ বলে স্লোগান প্রদান করে। এছাড়াও তারা ভোটের ব্যালট পেপার পুনঃগননা সহ নতুন নির্বাচন ও নির্বাচনকে আরও গণতান্ত্রিক করতে নির্বাচনী আইনের সংস্কার দাবী করে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানে’র বিরুদ্ধে দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনে।
হাঙ্গেরীর ফিডেজ পার্টি’র নেতা ভিক্টর ওরবান রোববার তৃতীয় বারের মতো দেশটির সাধারন নির্বাচনে জয়লাভ করেন। তার দল নির্বাচনে ৪৯.২৭ শতাংশ ভোট পেয়েছে, যেখানে তাদের সর্ব নিকটতম প্রতিদ্বন্দী যোবিক পার্টি পেয়েছে ১৯.০৬ শতাংশ ভোট।
নির্বাচন জয়লাভের ক্ষেত্রে ওরবানে’র অভিবাসী বিরোধী ক্যাম্পেইন বেশ অবদান রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ওরবান ২০১০ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। তার বিরুদ্ধে দেশটির বিচারীয় বিভাগের স্বাধীনতা খর্ব করা সহ নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে