logo
আপডেট : 16 April, 2018 17:30
গায়ে আগুন দিয়ে মার্কিন আইনজীবীর আত্মহুতি
মেইল রিপোর্ট

গায়ে আগুন দিয়ে মার্কিন আইনজীবীর আত্মহুতি

জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এক আইনজীবী।

নিউইয়র্কের ব্রুকলিন শহরের প্রসপেক্ট পার্ক থেকে ডেভিড বুকেল নামে ওই আইনজীবীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিবিসি জানিয়েছে, বুকেলের লাশের পাশে থাকা পাওয়া একটি সুইসাইড নোটে তিনি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নিজেকে জ্বালিয়ে দিয়েছেন বলে লিখে গেছেন। মানুষ পৃথিবীর যে ক্ষতি করে চলেছে এটা তারই প্রতীক বলে দাবি করেছেন তিনি।

বুকেল সুইসাইড নোটে লিখেছেন, বিশ্বের বেশিরভাগ মানুষ এখন প্রশ্বাসে খারাপ বাতাস নেয় আর অনেকেই অকালে মারা যায়।

আইনজীবী বুকেল সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ে কাজ করার জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হন। আত্মহত্যার কিছুক্ষণ আগে তিনি সুইসাইড নোটটি বিভিন্ন সংবাদমাধ্যমকে ই-মেইলও করেন।