রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সাংবাদিকতার সবচেয়ে বড় পুরস্কার ‘পুলিৎজার’ জিতে নিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ওপর ছবি প্রকাশ করেই এ পুরস্কারটি অর্জন করে বার্তা সংস্থাটি।
সোমবার সাংবাদিকতার ১৪টি ক্যাটাগরিতে এবং অন্যান্য আরো ৭টি ক্যাটাগরিতে বিশেষ এ পুরস্কারটি দেয়া হয়।
এদিকে যৌন হয়রানির অভিযোগ জনগণের সামনে তুলে ধরায় জাতীয় প্রতিবেদন খাতে যৌথভাবে জিতে নিয়েছে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। হলিউড মুগল হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর থেকেই তোলপাড় শুরু হয় পুরো দেশজুড়ে। ‘মি ট্যু’ মুভমেন্টের মত গুরুত্বপূর্ণ একটি আন্দোলনের মধ্য দিয়ে একের পর এক অভিযোগ জনসম্মুখে প্রকাশিত হতে থাকে।
মার্কিন রাজনীতিবিদ রয় মুরের বিরুদ্ধে এক কিশোরীকে হয়রানির অভিযোগ এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়েও প্রতিবেদন প্রকাশ করায়ও এ পুরস্কারটি পায় ওয়াশিংটন পোস্ট। ফিলিপাইনের সংবাদ প্রকাশের জন্য আন্তর্জাতিক অঙ্গণে রয়টার্স পুরস্কার পায়।
এছাড়া ফিকশন, ড্রামা, ইতিহাস, বায়োগ্রাফি, কবিতা, নন-ফিকশন, এবং সঙ্গীতের জন্য পুরস্কার দেয়া হয়। এবারই প্রথমবারের মত কেন্দ্রিক ল্যামার প্রথম র্যাপার হিসেবে সঙ্গীতাঙ্গণে এ পুরস্কার জিতে নেন।