
প্রধানমন্ত্রী যতবারই লন্ডনে আসেন ততবারই বিএনপি বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু এবার বিএনপির আন্দোলনে মাত্রাযোগ করেছে ভ্রাম্যমান বিলবোর্ড লাগানো ভ্যান।
কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতে লন্ডনে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্বে বিলবোর্ড লাগানো এই ভ্যানগুলো লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্থায় প্রদক্ষিণ করছে । বাংলাদেশি মিছিলের আদলে লন্ডনের কয়েক কিলোমিটার সড়ক মিছিল করে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্যে বিদেশী রাজনৈতিক বিরোধ নিয়ে এমন মিছিল বিরল।
এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার(১৬ এপ্রিল) মধ্যরাতে সৌদিআরব থেকে সরাসরি লন্ডনে পৌঁছান। ২২ এপ্রিল তাঁর ঢাকার উদ্যেশে লন্ডন ত্যাগের কথা রয়েছে।
বিদেশের মাঠিতে নিজ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপির এই কর্মসূচি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে কিনা এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, ভাবমূর্তি ক্ষুন্ন করতে নয় বরং দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের কর্মসূচি দিয়েছি।
তিনি বলেন, প্রায় দশটি ভ্রাম্যমাণ বিলবোর্ড ভ্যান খালেদা জিয়ার মুক্তি দাবী ও শেখ হাসিনার বিরুদ্ধে বার্তা নিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী লন্ডনে আসার আগের দিন সোমবার থেকেই বিক্ষোভ শুরু করে বিএনপি। ওই দিন ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট হাউজের বাইরে জড়ো হয়ে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
একই সঙ্গে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের আশপাশে ঘুরে বেড়ায় বিএনপির ভ্রাম্যমাণ বিলবোর্ড। পরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে অংশ নিতে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ হলে যান। বিএনপির নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী লন্ডনের ব্ল্যাকফায়ার্সে ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে যান। বিএনপির নেতা-কর্মীরা ওয়েস্টমিনস্টার থেকে মিছিলসহ সেখানে গিয়ে হাজির হন। যোগ দেয় তাঁদের ভ্রাম্যমাণ ভ্যানগুলোও।