logo
আপডেট : 22 April, 2018 12:32
অবশেষে দৌমায় পৌঁছেছেন রাসায়নিক বিশেষজ্ঞরা
মেইল রিপোর্ট

অবশেষে দৌমায় পৌঁছেছেন রাসায়নিক বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী দল (ওপিসিডব্লিউ) এর বিশেষজ্ঞরা অবশেষে সিরিয়ার দৌমায় পৌঁছেছেন। 

দুই সপ্তাহ আগে সেখানে রাসায়নিক হামলা হয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করবেন তারা।

জানা গেছে, হামলার সত্যতা প্রমাণে বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন সেখান থেকে। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) বিশেষজ্ঞরা সিরিয়ায় আসার এক সপ্তাহ পর শনিবার দৌমায় পৌঁছেছে।

এক টুইট বার্তায় ওপিসিডব্লিউ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিশেষজ্ঞদল একপ্রান্তে গিয়ে নমুনা সংগ্রহ করছে। পরে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা হবে।

এর আগে গত সপ্তাহে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
৭ এপ্রিলের সেই হামলায় কমপক্ষে ৪০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল।