আপডেট : 22 April, 2018 13:40
সিরিয়ায় আইএস ঘাঁটির গণকবরে ২০০ লাশের সন্ধান
মেইল রিপোর্ট
সিরিয়ার রাকায় এভাবেই নিজেদের সদস্যদের গুলি করে হত্যা করছে আইএস।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২০০ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ। শনিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে দুইশর মতো লাশ ছিল। একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠে গণকবরটি পাওয়া গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া ও ইরাকের আইএসের দখলে থাকা বেশ কয়েক জায়গায় গণকবর পাওয়া গেছে।