সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের কাছে শনিবার একটি ড্রোনকে নিয়ে তুলকালাম ঘটনা ঘটে। পরে গুলি করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারই পরিপ্রেক্ষিতে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ড্রোন উড়ানোর আগে অনুমতি নেওয়ার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বিনোদনের জন্য ব্যবহৃত ড্রোনের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ড্রোন চালানোয় আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত এলাকায় পুলিশের কাছ থেকে উদ্দেশ্য উল্লেখ করে অনুমতি নিতে হবে। ওই নির্দেশনা জারির আগ পর্যন্ত সাময়িকভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, রিয়াদের খুজামা এলাকায় রাজপ্রাসাদের বাইরে শনিবার একটি ড্রোন ভূপাতিত করে নিরাপত্তা বাহিনী। ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। ভিডিও ফুটেজে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।