logo
আপডেট : 25 April, 2018 13:15
ট্রাম্পের ঘোষণা: ‘সিরিয়া থেকে খুব দ্রুত মার্কিন বাহিনী ফিরে আসবে’
মেইল রিপোর্ট

ট্রাম্পের ঘোষণা: ‘সিরিয়া থেকে খুব দ্রুত মার্কিন বাহিনী ফিরে আসবে’

সিরিয়া থেকে মার্কিন বাহিনী খুব দ্রুতই ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, তিনি চান সিরিয়া থেকে মার্কিন বাহিনী ‘তুলনামূলক’ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনা হবে। তবে, অবশ্যই লক্ষ্য অর্জন শেষ হলে তারপর তারা ফিরবে। এছাড়া, ইরানের সাথে বড় একটি সংকটও এখনও রয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা দেশে ফিরতে চাই এবং অবশ্যই ফিরবো। তবে, আমরা সেখানে খুব স্পষ্ট ও দীর্ঘমেয়াদি পায়ের ছাপ রেখে আসতে চাই। আর এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববাহী একটি আলোচনার বিষয়।

এর আগে, মঙ্গলবার বেইজিংয়ে জি-সেভেন সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেন, ওয়াশিংটন বরাবর বলেই চলেছে তাদের সিরিয়ায় খুব বেশিদিন অভিযান চালানোর পরিকল্পনা নেই, তবে তাদের বক্তব্যের কোনও ভিত্তি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না।