চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। একই সময় রায়হান নামের আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয় বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম।
তিনি বলেন, আহত শিশুটির কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা তিনজন ঢাকার বিমানবন্দর থেকে ট্রেনের ছাদে উঠে। ছাদে তারা লাফালাফি করছিল। ট্রেনটি ফেনি আসলে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। দুইজন মাথায় আঘাত পেয়ে ট্রেনের ছাদেই মারা যায়। আহত শিশুটির হাত ভেঙে গেছে। লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত কিশোরটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ওসি জানান, হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা তিনজনই পথশিশু বলে ধারণা করছে পুলিশ।