ভারতের অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজ্যটিতে বজ্রপাতে ৯ জন মারা গেছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এত বেশিসংখ্যক বজ্রপাত সচরাচর দেখা যায় না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এমনটি হয়েছে।
এ রাজ্যে মঙ্গলবার বজ্রপাতের যে রেকর্ড করা হয়েছে তা একেবারেই ব্যতিক্রম। কারণ, রাজ্যটিতে গতবছরের বজ্রপাতের রেকর্ডে দেখা গেছে, পুরো মে মাস জুড়ে সেখানে ৩০ হাজারটি বজ্রপাত ঘটেছে। বিজ্ঞানীরা অনেকেই মনে করেন বিশ্ব উষ্ণায়নের ফলে সামনের দিনগুলোতে বজ্রপাত আরো বেশি বাড়বে।
অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলীয় উপকূলেই বজ্রপাত হয় বেশি। ওই এলাকায় প্রায়ই ভারী বৃষ্টিপাত হয়। এবছর আরব সাগরের ঠান্ডা বাতাস আর উত্তর ভারতের উষ্ণ বাতাসের সংমিশ্রণে মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ায় রাজ্যে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাব মতে, ভারতে ২০০৫ সালের পর প্রতিবছর বজ্রপাতে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।