গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন বৃটিশ নাগরিকে আটক করেছে ইরান। গ্রেফতারকৃত আব্বাস এদালাতকে এখন ইরানের রেভুলেশনারী গার্ড তথা সেনাবাহিনীর তত্তাবধানে বন্দী রাখা হয়েছে।
বন্দী এদালাত বৃটিশ-ইরান দৈত নাগরিকত্ব ধারণকারী লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইতোমধ্যেই নাজানিন জাগহারি, র্যাটক্লিফসহ তিনজন দৈত নাগরিককে একই অভিযোগে ৫বছর করে জেল দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃটিশ গুপ্তচর নেটওয়ার্কের সাথে জড়িত এদালাতকে ১৫এপ্রিল গ্রেফতার করা হয়েছে। বৃটিশ সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর তারা তথ্যটি প্রথমবারের মত প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স’।
এদিকে, মানবাধিকার সংগঠনগুলো বলছে দেশটি রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি (জিসিপিএ) করার পর থেকে অন্তত ৩০জন ইরান-বৃটিশ নাগরিককে আটক করেছে।
ইরানের কর্তৃপক্ষের কাছে এদালাতের বিষয়ে তথ্য চেয়ে ইতোমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছে বৃটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের সূত্র। তাকে কেন আটক করা হয়েছে তাও তারা দেশটির কাছে জানতে চেয়েছে।