logo
আপডেট : 28 April, 2018 01:01
সন্ত্রাসবাদের অর্থায়নের বিরুদ্ধে ৭০ টি’র অধিক দেশের যুদ্ধ ঘোষণা
মেইল রিপোর্ট

সন্ত্রাসবাদের অর্থায়নের বিরুদ্ধে ৭০ টি’র অধিক দেশের যুদ্ধ ঘোষণা

বিশ্বের ৭০ টির বেশী দেশ সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে।  বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত ‘সন্ত্রাসবাদে কোন অর্থ নয়’ শীর্ষক সম্মেলনে এই ঘোষণা দেয় দেশগুলো।

এছাড়াও, সন্ত্রাসবাদে অর্থায়নকে অপরাধ ঘোষনায় একমত হয়েছে সম্মেলনে উপস্থিত দেশগুলো। সম্মেলনে বক্তব্য রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। 

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিফেন ম্নুচিন, আইএমএফ প্রধান ক্রিশ্চিয়ান লেগার্দে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুররেহমান আল থানি এবং সৌদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। 

অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ দমনে নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের আহ্বান জানান। এছাড়াও তারা বিভিন্ন বেসরকারী সংস্থা এবং সাহায্য সংস্থার মাধ্যমে প্রদেয় অর্থের স্বচ্ছতা আরো বাড়াবার ব্যাপারে একমত হন।

এই সম্মেলনে একাধিক উপসাগরীয় দেশ অংশ নিয়েছে যারা সর্বদাই একে অপরকে সন্ত্রাসবাদের অর্থায়নকারী হিসেবে অভিযোগ করে আসছে।