নারী যাত্রীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে সৌদি আরবে এক লাখ নারী ড্রাইভার নিয়োগ দেবে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা প্রদান কোম্পানী উবার ও কারীম। দেশটিতে অধিকাংশ নারীদের পর পুরুষের সঙ্গে যাত্রা অপছন্দনীয় হওয়ায় এমন উদ্যোগ নিয়েছে কোম্পানি দুটি। মার্কিন সংবাদ মাধ্যম লস এঞ্জেলেস টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।
সৌদি আরবে গত বছরের সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানো বিষয়ে রাজকীয় নির্দেশ জারি হওয়ার পরই তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দেয়ার জন্য দু বছরের একটি প্রকল্প ঘোষণা করেছিল উবার। যার আওতায় একটি স্কুলও খোলা হয়। নারীরা বেশ আগ্রহ নিয়ে উবার স্কুলে ভর্তি হয়েছে বলেও জানায় উবারের স্থানীয় ম্যানেজার অ্যান্তোনি খুরে। তিনি জানান, এর মাধ্যমে নারীদের উপার্জনের একটি বড় সুযোগ নিয়ে আসবে। এছাড়া নারী যাত্রীরা স্বাচ্ছন্দে সফর করতে পারবেন। আগামী জুন মাসেই রাজকীয় নির্দেশটি কার্যকর হবে।
মার্কিন সংবাদপত্র লস এঞ্জেলেস টাইমসকে কারীমের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যেই তিন হাজারেরও বেশি নারী কারীমের ড্রাইভিং ফরম পূরণ করেছেন। কোম্পানিটি তাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থাও করেছে। নারীদের একটি বিশাল অংশ আমাদের এ সেবা থেকে বঞ্ছিত হওয়ায় নারী ড্রাইভার নিয়োগের বিষয়টি আমরা চিন্তা করেছি। এরফলে আমাদের গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাবে।