logo
আপডেট : 28 April, 2018 18:12
লাদেনকে হত্যায় সাহায্যকারী চিকিৎসক গায়েব
নিজস্ব প্রতিবেদক

লাদেনকে হত্যায় সাহায্যকারী চিকিৎসক গায়েব

আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন চিকিৎসক  শাকিল আফ্রিদি। 

তাকে পেশোয়ার থেকে অজানা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন পাক প্রশাসন। সরকারি কর্মকর্তা এবং ওই চিকিৎসকের পরিবারের এক সদস্য এই তথ্য জানান।

বিশ্বাসঘাতকতা এবং জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আফ্রিদিকে পাকিস্তানের একটি কারাগারে বন্দি করে রাখা হয়। লাদেনের আস্তানা যুক্তরাষ্ট্রকে চিনিয়ে দেওয়ার অভিযোগে আইএসআই এজেন্টরা তাকে অপহরণ করে বলেও অভিযোগ করেন তিনি। তবে অনেক মার্কিন আইনজীবীর মতে প্রতিশোধস্পৃহা থেকেই পাকিস্তান তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়৷

শাকিলের আইনিজীবী কামার নাদিম জানান, পেশোয়ারের সেন্ট্রাল জেলের একটি কক্ষে একা বন্দি করে রাখা হয়েছিল শাকিল আফ্রিদিকে৷ নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প শাকিলের মুক্তির বিষয়ে পাকিস্তানকে নির্দেশ দেওয়ার বিষয়েও বলেছিলেন৷ 

তবে বিক্ষুব্ধ পাক প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তান আফ্রিদির ভাগ্য নির্বাচন করবে , ডোনাল্ড ট্রাম্প নয়৷