আগামী ৯ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু হচ্ছে।
শনিবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন বলে ১০ এপ্রিল নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এরআগে রয়টার্সের একটি খবরে ২৮ এপ্রিল পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া চলবে বলে বলা হয়। গত ৬ এপ্রিল পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট।
এদিকে, ৬১ বছর ধরে ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জোটের জন্য এই নির্বাচন হতে পারে শক্ত পরীক্ষা।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউএমএনও টানা পাঁচবার নির্বাচনে জয়ী সরকার গঠন করে।
তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।