এখনো আইসিসি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার আগেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইসপিএনক্রিকইনফো। ক্রিকেটের এই ওয়েবসাইটটি জানিয়েছে কলকাতায় অনুষ্ঠিত সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।
এবারের বিশ্বকাপটি শুরু হচ্ছে হাইভোল্টেজ এক লড়াই দিয়ে। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে ইংলিশরা। সেমিফাইনালের দুইটি ম্যাচ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৮ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ। ইংল্যান্ড এবং ওয়েলসের ১১টি ভেন্যুতে খেলা হবে ম্যাচগুলো।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে। ২ জুলাই বার্মিংহামে ভারত এবং ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে টাইগাররা।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বড় কোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে ১৬ জুন। ম্যানচেস্টারে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বিরাট কোহলির দল।
এছাড়া ১৯৯২ সালে যে ফরমেটে খেলা হয়েছিল, সেই আদলেই ফিকশ্চার সাজানো হচ্ছে ২০১৯ বিশ্বকাপের। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল সরাসরি খেলবে সেমিফাইনাল।
ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
৩০ মে |
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা |
ওভাল |
৩১ মে |
উইন্ডিজ-পাকিস্তান |
নটিংহাম |
১ জুন |
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা |
কার্ডিফ (দি/রা) |
১ জুন |
আফগানিস্তান-অস্ট্রেলিয়া |
ব্রিস্টল |
২ জুন |
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা |
ওভাল |
৩ জুন |
ইংল্যান্ড- পাকিস্তান |
নটিংহাম |
৪ জুন |
আফগানিস্তান-শ্রীলঙ্কা |
কার্ডিফ |
৫ জুন |
ভারত-দক্ষিণ আফ্রিকা |
সাউথাম্পটন |
৫ জুন |
বাংলাদেশ-নিউজিল্যান্ড |
ওভাল (দি/রা) |
৬ জুন |
অস্ট্রেলিয়া-উইন্ডিজ |
নটিংহাম |
৭ জুন |
পাকিস্তান-শ্রীলঙ্কা |
ব্রিস্টল |
৮ জুন |
বাংলাদেশ-ইংল্যান্ড |
কার্ডিফ |
৮ জুন |
আফগানিস্তান-নিউজিল্যান্ড |
টন্টন (দি/রা) |
৯ জুন |
ভারত-অস্ট্রেলিয়া |
ওভাল |
১০ জুন |
দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ |
সাউথাম্পটন |
১১ জুন |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
ব্রিস্টল |
১২ জুন |
অস্ট্রেলিয়া-পাকিস্তান |
টন্টন |
১৩ জুন |
ভারত-নিউজিল্যান্ড |
নটিংহাম |
১৪ জুন |
ইংল্যান্ড-উইন্ডিজ |
সাউথাম্পটন |
১৫ জুন |
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান |
কার্ডিফ (দি/রা) |
১৬ জুন |
ভারত-পাকিস্তান |
ওল্ড টার্ফোড |
১৭ জুন |
বাংলাদেশ-উইন্ডিজ |
টন্টন |
১৮ জুন |
ইংল্যান্ড-আফগানিস্তান |
ওল্ড টার্ফোড |
১৯ জুন |
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা |
এজভাস্টন |
২০ জুন |
বাংলাদেশ-অস্ট্রেলিয়া |
নটিংহাম |
২১ জুন |
ইংল্যান্ড-শ্রীলঙ্কা |
হেডিংলি |
২২ জুন |
ভারত-আফগানিস্তান |
সাউথাম্পটন |
২২ জুন |
উইন্ডিজ-নিউজিল্যান্ড |
ওল্ড টার্ফোড |
২৩ জুন |
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা |
লর্ডস |
২৪ জুন |
বাংলাদেশ-আফগানিস্তান |
সাউথাম্পটন |
২৫ জুন |
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া |
লর্ডস |
২৬ জুন |
নিউজিল্যান্ড-পাকিস্তান |
এজভাস্টন |
২৭ জুন |
উইন্ডিজ-ভারত |
ওল্ড টার্ফোড |
২৮ জুন |
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা |
ডারহাম |
২৯ জুন |
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া |
লর্ডস (দি/রা) |
৩০ জুন |
ভারত-ইংল্যান্ড |
এজভাস্টন |
১ জুলাই |
শ্রীলঙ্কা-উইন্ডিজ |
ডারহাম |
২ জুলাই |
বাংলাদেশ-ভারত |
এজভাস্টন |
৩ জুলাই |
ইংল্যান্ড-নিউজিল্যান্ড |
ডারহাম |
৪ জুলাই |
আফগানিস্তা-উইন্ডিজ |
হেডিংলি |
৫ জুলাই |
বাংলাদেশ-পাকিস্তান |
লর্ডস |
৬ জুলাই |
শ্রীলঙ্কা-ভারত |
হেডিংলি |
৬ জুলাই |
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা |
ওল্ড টার্ফোড (দি/রা) |
৯ জুলাই |
প্রথম সেমি ফাইনাল (১-৪) |
ওল্ড টার্ফোড |
১০ জুলাই |
রিজার্ভ ডে |
ওল্ড টার্ফোড |
১১ জুলাই |
দ্বিতীয় সেমি ফাইনাল |
এজভাস্টন |
১২ জুলাই |
রিজার্ভ ডে |
এজভাস্টন |
১৪ জুলাই |
ফাইনাল |
লর্ডস |
১৫ জুলাই |
রিজার্ভ ডে |
লর্ডস |