logo
আপডেট : 30 April, 2018 00:46
শিবের বেশে ইমরান খানের ছবির তদন্ত করবে এফআইএ
মেইল রিপোর্ট

শিবের বেশে ইমরান খানের ছবির তদন্ত করবে এফআইএ

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলী স্ট্যান্ডিং কমিটির উপ কমিটি দেশটির রাজনৈতিক দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’ এর প্রধান ইমরান খানকে একটি ছবিতে হিন্দুদের দেবতা শিবের বেশে উপস্থাপনের সাথে জড়িত থাকা ব্যক্তিদের সনাক্ত করতে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সীকে (এফআইএ) নির্দেশ প্রদান করেছে।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলী’র সদস্য শাহজাদী উমারজাদী তিওয়ানা’র সাথে শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলী স্ট্যান্ডিং কমিটির উপ কমিটির এক বৈঠকে এফআইএ’কে সামাজিক যোগাযোগের মাধ্যম সমূহে বিতর্কিত এ ছবি প্রকাশের সাথে জড়িত থাকাদের সনাক্ত করার দায়িত্ব প্রদান করা হয়।

এ ব্যাপারে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলী’র আরেক সদস্য রমেশ লাল বলেন, তিনিও এফআইএ’র কর্মকর্তাদের সাথে কমিটির আদেশ নিয়ে কথা বলেছেন। তিনি আরও বলেন, শিব হলেন হিন্দুদের একজন দেবতা। তাকে রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা পরিষ্কারভাবে ধর্ম অবমাননা।

হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলী’র দুই সদস্য রমেশ লাল ও লাল চান্দ মালহি’র করা অভিযোগের প্রেক্ষিতে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলী স্ট্যান্ডিং কমিটি অভিযোগটি তাদের উপ কমিটির কাছে হস্তান্তর করে। অতঃপর, উপ কমিটি এ অভিযোগটির তদন্ত এফআইএ’কে করার আদেশ প্রদান করে।