আপডেট : 1 May, 2018 17:24
‘যাচাই-বাছাই’ করে রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে: সু চি
মেইল রিপোর্ট
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, যাচাই-বাছাই করে রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে। তবে কি ধরনের যাচাই-বাছাই তা বিস্তারিত জানানো হয়নি।
সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সু চি এ কথা বলেন। প্রতিনিধি দলটি বাংলাদেশে তিনদিনের সফর শেষে সোমবার মিয়ানমার পৌঁছে।
সোমবার দুপুরে মিয়ানমারের রাজধানী নেইপিদোতে প্রতিনিধি দলটির সঙ্গে সু চির ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
পনের সদস্যের ওই প্রতিনিধি দল বাংলাদেশে তিন দিনের সফর শেষে সোমবার দু’দিনের সফরে মিয়ানমার যায়।