মানহানিকর টুইট করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।
সোমবার (৩০ এপ্রিল) ড্যানিয়েলসের আইনজীবী এ কথা নিশ্চিত করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এই পর্ন অভিনেত্রী দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। আর মেলানিয়া ট্রাম্পের ছেলে ব্যারন জন্মানোর চার মাসের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়।
ড্যানিয়েলস বলেন, সত্যি কথা বলতে আমি এখনও জানি না যে কেন সেটা করেছিলাম। কিন্তু আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। আমার খুবই ভালো লেগেছিল। আমি বলেছিলাম যে প্লিজ, আমাকে টাকা দেয়ার চেষ্টা করো না।
তিনি বলেন, ট্রাম্প একটি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ডিনার করার জন্য আমাকে আমন্ত্রণ জানান। সেখানেই আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমরা কিছুক্ষণের জন্য একসঙ্গে ছিলাম। ট্রাম্প বারবার বলছিলেন, ‘আমি আবারও তোমাকে ডাকব। তোমাকে আবার দেখতেই হবে আমাকে। তুমি অসাধারণ।’
এই পর্ন অভিনেত্রী আরও বলেন, এরপর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে ট্রাম্পের নিজের বাড়িতেও একবার মিলিত হয়েছিলাম আমরা।
২০১১ সালে লাস ভেগাসে এক ব্যক্তি ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিতে হুমকি দেয় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে। ওই ব্যক্তির একটি স্কেচও প্রকাশ করেন ড্যানিয়েলস। গত ১৮ এপ্রিল এসব অভিযোগকে মিথ্যাচার আখ্যা দিয়ে একটি টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এবার সবশেষ মানহানিকর টুইট করার অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন এই পর্ন তারকা।