logo
আপডেট : 1 May, 2018 18:10
চলতি মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
ঢাকা অফিস

চলতি মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতের পশ্চিম বঙ্গে শান্তি নিকেতন শহরে বিশ্ব ভারতীতে যৌথভাবে মোদির সঙ্গে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে যাবেন হাসিনা। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
 
খবরে বলা হয়, হাসিনা সরকারের সহায়তায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই বছরের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে ভারত। 

নয়া দিল্লী চায় এদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে। হাসিনা সরকার দিল্লীর আঞ্চলিক সন্ত্রাস-বিরোধী পদক্ষেপগুলো একনিষ্ঠভাবে সমর্থন করেছে। হাসিনা ও মোদির সর্বশেষ দেখা হয় গত ১৯ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে।