logo
আপডেট : 2 May, 2018 23:26
ইতালিতে মে দিবসের কর্মসূচি পালিত

ইতালিতে মে দিবসের কর্মসূচি পালিত

ইসমাইল হোসেন স্বপন,ইতালি থেকে: সারা বিশ্বের মতো ইতালিতেও পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রম দিবস।দিবসটি পালন উপলক্ষে নাপোলী শহরে বিশ্বের ৫০টি দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয় মহান মে দিবসের কর্মসূচিতে। 

 

বিশ্বের সকল শ্রমিকদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর ভালবাসা জানিয়ে ইতালীর নাপোলীতে প্রতিবছরের মতো এবারো মে দিবসের অনুষ্ঠানের অায়োজন করা হয়। এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক-জনতা অংশ নেয়। জাতি ধর্ম বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে লাল সাদার বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্লেকার্ডসহ দুনিয়ার মজদুর এক হও স্লোগানে স্লোগানে মুখরিত হয় ইতালির নাপোলী রাজপথ। লাখো জনতার ঢল দেখেই বোঝা যায়, গোটা বিশ্বে শ্রমিকের ন্যায্য দাবী এখনও হয়নি পাওয়া, তাই নেমে এসেছে রাজপথে। নাপোলীর সারা শহরে ও নাপোলী কাম্পানিয়ার থেকে এবং ইতালির বিভিন্ন জায়গায় থেকে লোক জন এসে জড়ো হয় puazza plebiscite তে।

আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  তারা ইতালীর সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বক্তারা বলেন, যে শ্রমিকের হাড়ভাঙ্গা শ্রম আর ঘামের বদৌলতেই ধনীদের জীবনে জৌলুস আসে সেই শ্রমিকদের মনে রাখতে হবে তোমাকে মালিক করুনা করছে না, তুমি তোমার শ্রমের বিনিময় পাচ্ছ এবং সেটা যেন হয় উচিত মুল্য। মে দিবসের আহবান হোক- “মালিক শ্রমিকের সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠুক সুষম অর্থনীতির বিমুগ্ধ বুনিয়াদ”।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী সাংবাদিকদের জানান, ইতালির আরো অন্যান্য শহরে মতোই আমাদের নাপোলীও বেতন ভাতাসহ ন্যায্য অধিকার দিতে হবে এবং মালিকদের অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।