logo
আপডেট : 3 May, 2018 11:21
দক্ষিণ চীন সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের
মেইল রিপোর্ট

দক্ষিণ চীন সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের

দক্ষিণ চীন সাগরে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। দক্ষিণ চীন সাগরের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা হয়েছে। 

বুধবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

খবরটি সঠিক হলে বিতর্কিত স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই দ্বীপটির মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধ রয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্যের পর্যালোচনার কথা এক নামহীন সূত্রের বরাত দিয়ে বলা হয়, গত ৩০দিনে ফিয়েরি ক্রস রিফ, সুবি রিফ ও মিসচিফ রিফে চীন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

সিএনবিসি জানায়, ওয়াইজে-১২বি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ২৯৫ নটিক্যাল মাইলের মধ্যে যে কোনও নৌ-যানে হামলা চালাতে পারবে চীন। আর এইচকিউ-৯বি দীর্ঘ পাল্লার ভূমি আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ১৬০ নটিক্যাল মাইলের মধ্যে বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে।

তবে, বিতর্কিত স্পার্টলি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে জানতে চাওয়া হলে স্পষ্ট করে কিছু জানায়নি চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।